গরুর কালাভুনা |
প্লেসঃ শাহ আমানত পাম্প সংলগ্ন,বৈরাগীগঞ্জ,মিঠাপুকুর,রংপুর।
খাবারের নামঃ গরুর কালাভুনা (Caulabuna of Beef)।
দামঃ ৯০/- (প্রতি প্লেট)
পরিমানঃ ৭ পিছ। পরে আরো ২পিছ দেয়।
টেস্টঃ Highly Recommend অসাধারণ। বাসার কালাভুনার তুলনায় একটু
শক্ত মনে হতেপারে। তবে এটা কোনো বড় ফ্যাক্টর না। টেস্ট ভালো।
পরিবেশঃ Average. যদিও এব্যাপারে কোনো রেটিং না দেওয়াই ভালো। কারণ এটা নিজেকে মানিয়ে নেওয়ার উপর নির্ভর করে। তবে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন,বসে খাওয়ার মত। টেবিল আছে তবে চেয়ার নাই, আছে বেঞ্চ। ফ্যান নাই তবে প্রাকৃতিক বাতাস আছে। পাশে একটা বিশাল পুকুর আছে। এক গ্রাস খাবেন আর জানলা দিয়ে একটু প্রকৃতির অনাবিল সৌন্দর্য উপভোগ করবেন। তবে এখানের বেশিরভাগ কাস্টমার গাড়ির ড্রাইভার-হেল্পার। আর ভোজনপ্রিয় মানুষরা , যারা খাওয়াটাকে গুরুত্ব দেয়।